Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ এপ্রিল ২০২২

সিরামিক উন্নয়ন

 

সিরামিক শিল্প মাটি থেকে প্রস্তুতকৃত প্রয়োজনীয় এবং শোভাবর্ধক পণ্যসামগ্রী। সিরামিক শিল্প প্রধানত মৃৎপাত্র উন্নয়ন এবং ব্যাপক অর্থে উচ্চ তাপমাত্রায় অধাতব পদার্থকে কঠিন বস্তুতে পরিণত করে যে কোন পণ্য তৈরির সাথে জড়িত। শিল্পে ব্যবহৃত ধাতব শক্ত মালামাল সিরামিকের অন্তর্ভুক্ত। সিরামিক পণ্যের মধ্যে আছে স্যানিটারীওয়্যার, ইনসুলেটর, রিফ্র্যাক্টরী ব্রিকস্, স্যুভেনিয়র, টাইলস, গ্লাস, পোড়ামাটির বাসনপত্র, চীনামাটির বাসন, চীনামাটির এনামেলস, ইটের টাইলস ইত্যাদি।

মৃৎকর্ম সম্ভবত মানব সভ্যতার সবচেয়ে পুরাতন শিল্প। প্রথমদিকে মাটি দিয়ে শিল্পকর্ম শুরু হয়ে পরবর্তীকালে তা বিভিন্ন ধাপ অতিক্রম করে অন্যান্য মাধ্যম, যেমন কাঠ, পাথর, ঝিনুক, ধাতব পদার্থ ইত্যাদির শিল্পকর্মে রূপ লাভ করে। সিরামিকের যুগ শুরু হওয়ার পূর্বে বাংলাও এ সমস্ত স্তর অতিক্রম করেছে। বাংলাদেশে আধুনিক সিরামিক শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৫৮ সালে, বগুড়ায় তাজমা সিরামিক ইন্ডাস্ট্রিজ লি. প্রতিষ্ঠার মাধ্যমে। এর উৎপাদন অত্যন্ত সীমিত ছিল এবং উৎপাদিত পণ্যের মানও তেমন একটা ভাল ছিল না। ষাটের দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান সিরামিক ইন্ডাস্ট্রিজ লি. প্রতিষ্ঠিত হয় প্রধানত স্থানীয় বাজারে পণ্য সরবরাহের জন্য এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই কারখানার নাম পরিবর্তন করে রাখা হয় পিপলস সিরামিক ইন্ডাস্ট্রিজ লি.। কারখানাটি ১৯৬৬ সালে উৎপাদন শুরু করেছিল।

 

বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিমিটেড, বাংলাদেশ সরকারের একমাত্র রাষ্টীয় মালিকানাধীন সিরামিকস, ইসুলেটর, স্যানিটারিওয়্যার, রিফ্র্যাক্টরী ব্রিকস্ এবং স্যুভেনিয়র উৎপাদন সংস্থা। এটি ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত। এটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ রাসায়নিক শিল্প কর্পোরেশনের সহযোগী অংশ এবং এটি একটি বিধিবদ্ধ সংস্থা হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিমিটেড ১৯৬৬ সালে তৎকালীন চেকস্লোভাকিয়ায় অবস্থিত মেসার্স প্রগো ইনভেস্ট কর্পোরেশনের প্রযুক্তিগত সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। বিআইএসএফএল নেত্রকোণা জেলাবিজয়পুর থেকে সাদা কাদা মাটি সংগ্রহ করে এবং সেখানে নিজেস্ব   একর জমি রয়েছে।

 

বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৭২-১৯৭৬) দেশজ কাঁচামাল ব্যবহারের মাধ্যমে সিরামিক পণ্য উৎপাদন এবং চাহিদা পূরনের পাশাপাশি বৈদেশিক মূদ্রা সাশ্রয়ের উদ্দেশ্যে সিরামিক শিল্প স্থাপনের সংস্থান রাখা হয়। এ লক্ষে ১৯৮১ইং সনে ৪০০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্যানিটারীওয়্যার প্লান্ট এবং ২৪০০ মেঃ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইনসুলেটর প্লান্টের উৎপাদন শুরু হয়। পরবর্তীতে বাজার চাহিদার আলোকে হালকা ওজনের পণ্য উৎপাদন প্রবর্তন করায় সংখ্যাভিত্তিক উৎপাদন কিছুটা বৃদ্ধি করা সত্ত্বেও টন ভিত্তিক উৎপাদন যথাক্রমে ৩৪০০ মেঃ টন ও ১৪০০ মেঃ টন নির্ধারন হয়। ১৯৮৬-১৯৮৭ অর্থ বছরে ১১০০ মেঃ টন উৎপাদন ক্ষমতার গ্লেজড টাইলস প্লান্ট সংযোজন করা হয়। পরবর্তীতে ১৯৯১-১৯৯২ অর্থ বছরে বিভিন্ন প্রকার রিফ্র্যক্টরীজ উৎপাদন শুরু হয়। ২০০১ সাল হতে টাইলস্ উৎপাদন সম্পূর্ণ বন্ধ আছে।

 

বিআইএসএফএল প্রতিষ্ঠান সঠিক মান বজায় রাখা এবং সুনাম ধরে রাখার জন্য উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে। এসবের মেশিনারি ও যন্ত্রপাতি আধুনিক এবং উন্নত মানের। প্রতিটি সিরামিক ইউনিটের নিজস্ব ল্যাবরেটরি সুবিধা, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বর্তমানে যে সমস্ত পণ্য বাজারজাত হচ্ছে সেগুলি হলো স্যানিটারীওয়্যার, ইনসুলেটর, রিফ্র্যাক্টরী ব্রিকস্ এবং স্যুভেনিয়র জাতীয় পণ্য এবং এসবের কোন রাসায়নিক ক্ষতিকর প্রভাব নেই।