বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিমিটেড (বিআইএসএফএল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর নিয়ন্ত্রণাধীন একটি রাষ্ট্রায়ত্ত্ব শিল্প প্রতিষ্ঠান। এটি ইনসুলেটর ও স্যানিটারীওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্গত শাহ আলী থানার অধীন মিরপুর চিড়িয়াখানা রোডে ৩০.৩৭ একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে ১৯৮১ সনে ৪০০০ মে. টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্যানিটারীওয়্যার প্লান্ট এবং ২৪০০ মে. টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইনসুলেটর প্লান্টের উৎপাদন শুরু হয়। পরবর্তীতে বাজার চাহিদার আলোকে হালকা ওজনের পণ্য উৎপাদন প্রবর্তন করায় সংখ্যা ভিত্তিক উৎপাদন কিছুটা বৃদ্ধি করা সত্ত্বেও টন ভিত্তিক উৎপাদন যথাক্রমে ৩৪০০ মে. টন ও ১৪০০ মে. টন নির্ধারণ হয়। ১৯৮৬-১৯৮৭ অর্থ বছরে ১১০০ মে. টন উৎপাদন ক্ষমতার গ্লেজড টাইলস প্লান্ট সংযোজন করা হয়। পরবর্তীতে ১৯৯১-১৯৯২ অর্থ বছরে বিভিন্ন প্রকার রিফ্র্যক্টরীজ ব্রিকস্ উৎপাদন শুরু হয়। ২০০১ সাল হতে টাইল উৎপাদন সম্পূর্ণ বন্ধ আছে।