Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২২

5 এস

5s হলো ওয়ার্কপ্লেস পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার একটি হাই কোয়ালিটি প্রসেস।

 

5s এর প্রথম S এর অর্থ হলো Sort বা বাছাই করা। বাছাই করা বলতে বুঝায়, প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় জিনিস সমুহ বাছাই করা।

 

5S এমন একটি পদ্ধতি যা কর্মক্ষেত্রের ফলাফল হিসাবে পরিষ্কার, পরিচ্ছন্ন, নিরাপদ এবং বর্জ্য হ্রাস করে এবং উৎপাদনশীলতা অনুকূল করণে সহায়তা ও সুগঠিত করে।

 

5 এস এর সুবিধাসমূহ

  • দক্ষতার উন্নতি।
  • বিলম্ব হ্রাস।
  • দ্রুত পরিবর্তন
  • মনোবল বৃদ্ধি করে।
  • বিক্রয় বৃদ্ধি।
  • উন্নত মানের পারফরম্যান্স।
  • অপচয় হ্রাস করে।
  • কম দুর্ঘটনা।