Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ মে ২০২২

ইতিহাস ও কার্যাবলী

বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (১৯৭২-১৯৭৬) দেশজ কাঁচামাল ব্যবহারের মাধ্যমে সিরামিক পণ্য উৎপাদন এবং চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মূদ্রা সাশ্রয়ের উদ্দেশ্যে সিরামিক শিল্প স্থাপনের সংস্থান রাখা হয়।

 

তারই ধারাবাহিকতায় তৎকালীন সরকারের সুযোগ্য পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফার্টিলাইজার, কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন (বিএফসিপিসি) এবং চেকোস্লোভাকিয়া সরকারের আর্থিক প্রতিষ্ঠান, মেসার্স প্রাগোইনভেস্ট এর যৌথ উদ্যোগে প্রণীত স্কীম অনুযায়ী ১৯৭৫ সালের জুলাই মাসে ঢাকার মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা সড়কের দক্ষিণ পার্শ্বে বিআইএসএফ কারখানা এবং শ্রমিক কর্মচারীদের আবাসিক এলাকা সহ মোট ৩০.৩৭ একর জমির উপর স্থাপন করা হয়।এতদ্ব্যাতিত কারখানার অধীন নেত্রকোনা জেলার দুর্গাপুরও পূর্বধলা উপজেলায় কারখানার নিজস্ব ক্রয় কৃত ১৫.৩৮ একর জমি রয়েছে এবং সাদামাটি আহরনের জন্য খনিজ সম্পদ উন্নয়ন ব্যুর হতে ৩০ হেক্টর (৭৫ একর) জমি কারখানা কর্তৃক লীজ নেয়া আছে। আনুমানিক স্থানীয় মুদ্রা ১০.৮৫ কোটি টাকা সহ মোট ৫০.৬০ কোটি টাকায় বিআইএসএফ এর প্রকল্প বাস্তবায়নার্থে মেসার্স প্রাগোইনভেস্ট ও বিসিআইসি’র মাধ্যমে বিআইএসএফ প্রতিষ্ঠা করা হয়।

 

এ লক্ষে ১৯৮১ সনে ৪০০০ মে. টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন স্যানিটারীওয়্যার প্লান্টএ বং ২৪০০ মে. টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইনসুলেটর প্লান্টের উৎপাদন শুরু হয়। পরবর্তীতে বাজার চাহিদার আলোকে হালকা ওজনের পণ্য উৎপাদন প্রবর্তন করায় সংখ্যা ভিত্তিক উৎপাদন কিছুটা বৃদ্ধি করা সত্ত্বেও টন ভিত্তিক উৎপাদন যথাক্রমে ৩৪০০ মে. টন ও ১৪০০ মে. টন নির্ধারন হয়। ১৯৮৬-১৯৮৭ অর্থ বছরে ১১০০ মে. টন উৎপাদন ক্ষমতার গ্লেজড টাইলস প্লান্ট সংযোজন করা হয়। পরবর্তীতে ১৯৯১-১৯৯২ অর্থ বছরে বিভিন্ন প্রকার রিফ্র্যক্টরীজ ব্রিকস্ উৎপাদন শুরু হয়। ২০০১ সাল হতে টাইল উৎপাদন সম্পূর্ণ বন্ধ আছে।